মালদ্বীপ! নাম শুনলেই মনে হয় সাদা বালুর সৈকত, নীল সবুজ স্বচ্ছ পানি আর পানির উপর ভাসমান রিসোর্ট। পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র সৈকতের দেশ এই মালদ্বীপ ভ্রমণ করা এখন আর স্বপ্ন নয়, বরং পরিকল্পনা করলে ঢাকা থেকেই খুব সহজে যাওয়া যায়। আজকের ব্লগে জানিয়ে দিচ্ছি, ঢাকা থেকে মালদ্বীপ যাওয়ার উপায়, খরচ এবং কিছু দরকারি টিপস।
Exploring Paradise: Your Dhaka to Maldives Adventure
If you’re looking for a getaway that combines tropical bliss, breathtaking marine life, and ultimate relaxation, a Dhaka to Maldives tour could be the perfect escape. The Maldives, a collection of idyllic islands scattered across the Indian Ocean, offer an unrivaled experience for travelers seeking natural beauty and luxury.
Getting There: From Dhaka to Maldives
Traveling from Dhaka, Bangladesh, to the Maldives is relatively convenient. Direct flights from Dhaka to Malé, the capital of the Maldives, are available, with a flight duration of around 4 to 5 hours. If direct flights aren’t available on your preferred dates, connecting flights via Colombo, Sri Lanka, or other regional hubs are great alternatives.
The Maldives welcomes you with its warm tropical weather throughout the year, making it an ideal destination for all seasons. However, for the best experience, plan your trip between November and April when the weather is dry and sunny.
Accommodation: Stay in Style
The Maldives is renowned for its luxury resorts, many of which are built on private islands. From overwater villas with glass floors offering views of coral reefs, to beachside bungalows with direct access to soft white sands, the options are endless. Some popular resorts to consider include:
For budget-conscious travelers, guesthouses on inhabited local islands such as Maafushi provide comfortable yet affordable accommodations, allowing you to experience the local culture.
✈ ঢাকা থেকে মালদ্বীপের ফ্লাইট
ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালে (Male) সরাসরি ফ্লাইট এবং কানেক্টিং ফ্লাইট— দুইভাবেই যাওয়া যায়।
সরাসরি ফ্লাইট:
US-Bangla Airlines সরাসরি ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করে।
সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।
ভাড়া মৌসুম ও অফারের ওপর নির্ভর করে ৳৪৫,০০০ – ৳৫৫,০০০ (রিটার্ন টিকেটসহ) হতে পারে।
কানেক্টিং ফ্লাইট:
SriLankan Airlines (ঢাকা–কলম্বো–মালে)
Air India (ঢাকা–দিল্লি/চেন্নাই–মালে)
IndiGo Airlines (ঢাকা–চেন্নাই/কোচিন–মালে)
কানেক্টিং ফ্লাইটে সময় লাগতে পারে ৭–১২ ঘণ্টা (ট্রানজিটসহ) এবং ভাড়া তুলনামূলক কম বা বেশি হতে পারে মৌসুম অনুযায়ী।
ভিসা প্রক্রিয়া
মালদ্বীপে পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা রয়েছে, যা একদম ফ্রি। তবে যেতে হলে—
বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)
কনফার্ম রিটার্ন এয়ার টিকেট
হোটেল বুকিং কনফার্মেশন
পর্যাপ্ত অর্থের প্রমাণ (প্রয়োজনে দেখাতে হতে পারে)
পৌঁছে কি করবেন
মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার রিসোর্ট বা হোটেল পর্যন্ত যাওয়ার জন্য সাধারণত স্পিডবোট বা সি-প্লেন ব্যবহার করা হয়। বেশিরভাগ রিসোর্ট আগে থেকেই ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেয়, তাই বুকিংয়ের সময় এই বিষয়টি নিশ্চিত করে নিন।
কিছু দরকারি টিপস
ভ্রমণের সেরা সময়: নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত (শুকনো মৌসুম, রোদেলা আবহাওয়া)।
মুদ্রা: মালদ্বীপের মুদ্রা হলো মালদিভিয়ান রুফিয়া (MVR), তবে USD সর্বত্র গ্রহণযোগ্য।
ইন্টারনেট: বেশিরভাগ রিসোর্টে ফ্রি ওয়াইফাই থাকে, তবে চাইলে এয়ারপোর্ট থেকেই সিম কার্ড নিতে পারেন।
ড্রেস কোড: মালে ও স্থানীয় দ্বীপগুলোতে পোশাক সংযত হওয়া উচিত, তবে রিসোর্টে স্বাধীনতা বেশি।
ঢাকা থেকে মালদ্বীপ ভ্রমণ এখন অনেক সহজ, আর একটু পরিকল্পনা করলেই আপনি উপভোগ করতে পারবেন বিশ্বের অন্যতম রোমান্টিক ও বিলাসবহুল সৈকতভ্রমণ। সুতরাং, ব্যাগ গুছিয়ে নিন, আর নীল সমুদ্রের আহ্বান উপভোগ করুন। ????????️