মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত এক দেশ ইরান। ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান। হাজার বছর মধ্যপ্রাচ্যের যে দেশটিতে জ্ঞান বিজ্ঞানের চর্চা সবচেয়ে বেশি হয়েছে সে দেশের নাম ইরান। এক সময়ে যার নাম ছিল পারস্য। হাফিজ, ফেরদৌসি, ওমর খৈয়াম এর মত বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক এর জন্মস্থান এই ইরান। তাছাড়াও আল বিরুনী, আলি জাভান, শাহরাম আমিরি এবং মিনা বিসেল এর বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের জন্ম হয়েছে ইরানে। আর তাই শিল্প সাহিত্য আর গবেষনা প্রেমী মানুষদের কাছে এক স্বপ্নের দেশ ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক বিরোধ না থাকলে পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষনীয় টুরিস্ট ডেস্টিনেশন হতে পারতো ইরান।
সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গকিলোমিটার এবং দেশটির বর্তমান জনসংখ্যা ৮ কোটির কিছুটা বেশি।
ইরানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শনীয় অনেক নিদর্শন। নীচে ইরানের দর্শনীয় স্থানগুলোর তালিকা দেয়া হলো:
Persepolis
Valley of the Stars
Chogha Zanbil
Babak Castle
Nasir ol-Molk Mosque
Chalus Road
Naqsh-e Jahan Square
Shushtar Historical Hydraulic System
Bridges of Esfahan
Kashan’s historical homes
Rudkhan Castle
Katalekhor Cave
Hormoz Island